মামলার রায়ের কপি
মামলা নং-১৫১/২০১৩
বাদী বিবাদী
মোঃ ছায়দল হক ১। হামিদা খাতুন
পিতা-মৃত আবদুল অদুধ স্বামী- বেলাল হোসেন
সাং-চর কালী,ওয়াড নং-০৩ ২। বেলাল হোসেন
অনু মাঝির বাড়ি পিতা-মৃত সফি উল্যা
থানা-কোম্পানীগঞ্জ,জেলা-নোয়াখালী সব সাং-চরকাঁকড়া,ওয়াড নং-০৮
আনোয়ার আলী ঘাট মাঝি বাডি
থানা-কোম্পানীগঞ্জ,জেলা-নোয়াখালী।
০৯/১২/২০১৩ইং অদ্য বাদী পক্ষ হাজির আছে। বিবাদীগন হাজির নাই ।বিবাদীগনকে ৩ খানা সমন দেওয়া হয়েছে। অথচ সমন গুলো গ্রহন করিয়াছে। সমন গ্রহন করিয়া অত্র আদালতে হাজির হয়না। ইহাতে পতিয়মান হয় যে, বিবাদীগন প্রতারক এবং পরসম্পদ লোভী। ঘটনার বর্ননা এই যে, বিবাদীগন .০০১ (এক) ডিং ভূমি ৮,০০,০০০/= (আট লক্ষ) টাকা মূল্য নির্ধারন করিয়া .০০২ (দুই) ডিং ভূমি লিখিত চুক্তিপত্র করিয়া, .০০২ (দুই) ডিং ভূমি ১৬,০০,০০০/= (ষোল লক্ষ) টাকা মূল্য ঠিক করিয়া, চুক্তিপত্রের মাধ্যমে বাদী হইতে ৫,০০,০০০/= (পাঁচ লক্ষ) টাকা বায়না নেন। কথা ছিলো ১ মাসের মধ্যে রেজিষ্ট্রি করিয়া দেবে ও নিবে। এখন বিবাদীগন টাকা নিতেছেনা এবং রেজিষ্ট্রি করিয়া দিতেছেনা। এমতাবস্তায় সিদ্ধান্ত গৃহিত হইল যে, .০০১( এক) ডিং ভূমি ৮,০০,০০০/= ( আট লক্ষ ) টাকা হিসাবে বিবাদীগন যতটুকু ভূমি বুঝাইয়া দিতে পারিবে। তৎটুকু ভূমি রেজিষ্ট্রি করিয়া নিবে এবং মূল্য অনুসারে তৎটুকু ভূমির টাকা পাইবে। চুক্তিপত্র রায় অনুযায়ী আমি এই রায় প্রদান করিলাম। ৩০০/= (তিনশত) টাকার ৩টি স্ট্রাম্পে চুক্তিপত্র লিখিত চুক্তিনামা হয়। যাহার নং- হ-৯৫০১৯৫৯ / হ-৯৫০১৯৩৩ / হ-৯৫০৯৬১ চুক্তিপত্র অনুযায়ী বিক্রিত ভূমির তফসিল ও চৌহদ্দী বিবরন।
জিলা-নোয়াখালী,থানা-কোম্পানীগঞ্জ,৭ নং চরকাঁকড়ার মৌজার সি,এস জরিপিয় ২১৯১ নং খতিয়ান এস,এ জরিপিয় ২২০, ৩নং খতিয়ানের লিখিত ২০১৫০ দাগ, ২০১৫৩ দাগ, ২০১৫৭ দাগ, ২০১৫৯দাগ, ২০১৬১ দাগ,২০১৬২ দাগ, ২০১৬৩ দাগ, ২০১৬৮ দাগ, ২০১৭৩ দাগ, ২০১৭৬ দাগ, ২০১৭৯ দাগ, ২০২৪৩ দাগ মোট ১২ দাগের আন্দরে আপোষ ভোগ দখল কাত্তা চিহ্নিত মতে উক্ত ২০১৬৮ দাগের .২ (দুই) শতাংশ তাহা বি, এস জরিপিয় ২১৭৮৫ দাগভূক্ত উক্ত বিক্রিতব্য বায়নাকৃত ভূমি হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS