দেশের সব খানা বা পরিবারের আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)শুমারি শুরু করছে। এ তথ্যভাণ্ডার দেশের সব পরিবারের আর্থ-সামাজিক চিত্র ও উন্নয়ন অগ্রগতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে সহায়তা করবে।
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ৭ থেকে ২৯ নভেম্বর ২০১৭ পর্যন্ত জেলার সব খানার তথ্য সংগ্রহ করা হবে। খানা সদস্যদের নাম, মাতা-পিতার নাম, বয়স, শিক্ষা, পেশা, নিবাস ইত্যাদি ব্যক্তিগত তথ্যের পাশাপাশি খানার বাসগৃহের ধরন, মালিকানাধীন জমির পরিমাণ, ব্যবহৃত পায়খানার ধরন, পানীয় জলের উৎস ইত্যাদি নিয়ে এ তথ্যভাণ্ডার তৈরি হবে। তথ্য প্রদানের সময় জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ তথ্য সংগ্রহকারীকে দেখান এবং সঠিক তথ্য দিন।
বিবিএসের ন্যাশনাল হাউজহোল্ড প্রকল্পের (এনএইচডি) আওতায় এ শুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সহায়ক হিসেবে এ তথ্যভাণ্ডার ব্যবহৃত হবে। খানার সব তথ্য গোপন রাখা হবে এবং শুধু সরকারি কাজে ব্যবহৃত হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS